নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর ব্লক বি/১৫ এলাকায় সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় একটি ড্রাম-ট্রাক জব্দ করেছে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২৩ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে এ যৌথ অভিযান পরিচালিত হয়। উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বিট এলাকার রিজার্ভ বনভূমি (ঘাট মৌজা, আর.এস. দাগ নং-১৭০) থেকে মাটি কাটার সময় অভিযুক্ত ড্রাম-ট্রাকটি (নম্বর: চট্ট মেট্রো-ড-১১-৩১৫৯) জব্দ করা হয়। অভিযানকালে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যায়। জব্দকৃত গাড়ির মালিক নুরুল আমিন (২৭), থাইংখালী ঘোনার পাড়ার মৃত আব্দু শরীফের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম শাহিন। তিনি বলেন, “সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে একটি ড্রাম-ট্রাক জব্দ করা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্তপূর্বক সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
অভিযানে আরও উপস্থিত ছিলেন থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাস, উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান এবং ৮ এপিবিএনের একটি টিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্প এলাকার ভেতরে অবৈধভাবে মাটি কাটায় জড়িত। অভিযান শেষে জব্দ ড্রাম-ট্রাকটি উখিয়া রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়।