নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া থানার পুলিশ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টহল ও অভিযান চালিয়ে যাচ্ছে। গত কয়েকদিনে থানা পুলিশের এই তৎপরতা স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরিয়েছে।
থানা সূত্রে জানা গেছে, অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পুলিশের একাধিক টিম প্রতিদিন রাতে বিভিন্ন এলাকায় টহল চালাচ্ছে। পাশাপাশি, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান। এর ফলে একাধিক সন্দেহভাজন ব্যক্তি ও অপরাধীকে আটক করা সম্ভব হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, “সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা এই অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছি। অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”
স্থানীয়রা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “পুলিশের নিয়মিত টহলের কারণে রাস্তাঘাটে এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপত্তা অনুভব করছি।” উখিয়ায় সম্প্রতি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এমন তৎপরতা জোরদার করা হয়েছে।