নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া ও ঘুমধুম সীমান্তে চোরাচালান ঠেকাতে কাছ করছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। মাদক, অস্ত্র এবং অনুপ্রবেশের মতো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।
বিশেষ করে মিয়ানমার সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে চোরাকারবারিদের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে। এরা পাহাড়ি ও দুর্গম পথ ব্যবহার করে চোরাইপণ্য পাচারের চেষ্টা করছে।
বিজিবি সূত্রে জানা যায়, সম্প্রতি একাধিক অভিযানে ইয়াবা, সার ও বিভিন্ন অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চোরাকারবারিকেও আটক করে পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, “সীমান্তে চোরাচালান প্রতিরোধে আমরা কড়া নজরদারি বজায় রেখেছি। দিনের পাশাপাশি রাতে অতিরিক্ত টহল এবং তথ্যভিত্তিক অভিযান চালানো হচ্ছে।”
এদিকে স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু চক্র স্থানীয় সহযোগিতা নিয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রশাসনের প্রতি তারা আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।