ভ্রাম্যমাণ প্রতিবেদক:
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মালিক বিহীন ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
বুধবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপি’র বিওপি’র জোয়ানেরা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন।অভিযানে কাউকে আটক করা না গেলেও,বিজিবি’র তৎপরতায় একটি বড় মাদক চালান দেশে প্রবেশের আগেই জব্দ করা সম্ভব হয়েছে।৩৪ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল রেজুপাড়া সীমান্তে লেবুবাগান খালের পাশে কৌশলগত অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে দুইজন ব্যক্তিকে একটি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে সীমান্ত পার হতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে, তারা ব্যাগ ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত ব্যাগে পাওয়া যায় ১০ হাজার পিস ইয়াবা। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বলেন, মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি’র অভিযান চলমান রয়েছে।