ভ্রাম্যমাণ প্রতিবেদক:
নাইক্ষ্যংছড়ির থানার অধিনস্থ ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। ঘুমধুম পুলিশ ফাঁড়ির এসআই গোলাম কিবরিয়া ও এএসআই আবুল কাসেম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১টারদিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় চেকপোস্টে বসিয়ে মো: ওসমান গণি(৩০) নামের এক মাদক কারবারি’কে আটক করতে সক্ষম হয়। এসময় তার হেফাজতে থাকা ২ হজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি ককসবাজার সদরের ঝিলংজার হাজী পাড়া এলাকার গুরা মিয়ার ছেলে।
এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মাসরুরুল হক সত্যতা নিশ্চিত করেছেন।