ভ্রাম্যমাণ প্রতিবেদক:
উখিয়ার বালুখালীতে নারী ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।১৪ মে সকালে বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আবদুল মান্নান।এতে বাল্যবিবাহ,নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সহ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করা হয়।সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক
মোজাফফর আহমদ, অত্র বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য ইকবাল হোছাইন।সঞ্চালনায় দায়িত্বরত ছিলেন ইংরেজি শিক্ষক হুমায়ুন কায়সার মামুন।এ সময় বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।