বার্তা পরিবেশক :
গত সপ্তাহ খানেক পূর্বে কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে'সীমান্তে মাদককারবারিদের হামলায় সংবাদকর্মী আহত'শীর্ষক প্রচারিত সংবাদগুলো আমরা নিম্ন বর্ণিত ব্যক্তিদ্ধয়ের দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদে উপস্থাপিত তথ্য এবং থানায় দায়ের করা এজাহার সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমুলক।
সংবাদকর্মী পরিচয় দিয়ে মুলত পারিবারিক ভাবে চোরাকারবারিদের সহযোগী হিসেবে কাজ করেন,নিয়মিত সুবিধা ভোগ করেন,নিজেও চোরাকারবারিদের একটি কাঠের নৌকা ভাড়ায় চালিত রেখেছেন নাফ নদীতে।
সম্প্রতি চোরাকারবারি আখ্যায়িত করে, ভাগের টাকা চাইতে গিয়ে একজনের সাথে মৃদু হাতাহাতি হয় তার।এর জেরে নিরীহ ৬/৭ জনের নামে মিথ্যা অভিযোগ দেন থানায়।অথচ কোন মারামারির ঘটনায় ঘটেনি।এটি মিথ্যা
বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যমুলক।আমরা উক্ত সংবাদের বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থা সহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী-মো: মনির ও রবিউল সামীম প্রকাশ (বাবুইস্যা)
ধামনখালী,পালংখালী,উখিয়া।