নিজস্ব প্রতিবেদক :
অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান স্ব-পরিবারে দুই দিনের সফরে কক্সবাজার এসেছেন। অদ্য ১০ মে সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌছলে সুপ্রিট কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট হেলাল উদ্দিন চৌধুরী অ্যাটর্নি জেনারেল ও তার সহধর্মিণীকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ সহ সরকারী পদস্থ কর্মকর্তারা মাননীয় অ্যাটর্নি জেনারেল কে স্বাগত জানান।
আগামীকাল ১১ মে রোববার শহরের তারকা মানের হোটেল রামাদা'য় একটি সেমিনারে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে তিনি টেকনাফের দর্শনীয় স্থান পরিদর্শন শেষে কক্সবাজার ফিরবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।