নিজস্ব প্রতিবেদন:
উখিয়া পালংখালী জামতলীতে কাঁটাতারের বাহিরে রোহিঙ্গাদেরকে বাসা ভাড়া দেওয়ার অভিযোগ হাফেজ কলিমউল্লাহ ছেলে মোজাম্মেল বিরুদ্ধে।
উখিয়া পালংখালী ইউনিয়ন ৫নং ওয়ার্ড জামতলি রোহিঙ্গা ক্যাম্প সংলগ্নে কাঁটাতারের বাহিরে প্রায় ৩০টির মতো রোহিঙ্গাদেরকে বাসা ভাড়া দিয়ে যাচ্ছে মৃত হাফেজ কলিমউল্লাহ ছেলে মোজাম্মেল,প্রতিঘর ১৮শত করে ভাড়া দেওয়া হচ্ছে,যার মূল্য দাঁড়াই ৫৪,০০০ হাজার টাকা।সরজমিনে গিয়ে দেখা মিলে,”নতুন করে বাড়া বাসা নিমার্ণ করে রোহিঙ্গাদেরকে বাসা ভাড়া দিয়ে যাচ্ছে! অত্র এরিয়াটা একধরনের কলোনীতে রূপ নিয়েছে।এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানি টিম উপরোক্ত স্থানে গিয়ে সত্যতার দেখে, এই বিষয়ে মোজাম্মেলের সাথে একাধিকবার যোগাযোগ করলে যোগাযোগ করা সম্ভব হয়নি! এই বিষয় জানতে চাইলে এম গফুর উদ্দিন চৌধুরী বলেন – যারা রোহিঙ্গাদেরকে বাসা ভাড়া দিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য আইনশৃঙ্খলার প্রতি অনুরোধ করেন।রোহিঙ্গাদেরকে বাড়া দিয়ে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে কি না এমন প্রশ্নে গফুর এম উদ্দিন চৌধুরী বলেন রোহিঙ্গাদের অবাধ বিচারণে উখিয়া টেকনাফ সবসময় ঝুঁকিতে আছে, তারাই মধ্যে নতুন করে রোহিঙ্গা প্রবেশ এবং বাসা ভাড়া,সবমিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে।