আসসালামু আলাইকুম,
আমি প্রতিবাদকারী, জন্ম এবং পারিবারিক সূত্রে বাংলাদেশের নাগরিক ও একজন নারী হিসেবে রাষ্ট্রের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হই।
গত ৮ মে, কক্সবাজারের স্থানীয় ও অনলাইন মাধ্যমে আমার নাগরিকত্বকে কেন্দ্র করে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা নিছক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
মূলত আমার প্রাক্তন স্বামী নবী হোসেন আমাকে সাংসারিক জীবনে নির্যাতন নিপীড়নে রেখেছিলো। আইন অনুযায়ী পৃথক হওয়ার পর থেকে সম্মানিত সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য প্রদান সহ সে বিভিন্নভাবে আমাকে হয়রানিতে লিপ্ত।
এই প্রতিবাদের স্বপক্ষে যথেষ্ট যুক্তি ও তথ্যপ্রমাণ আমার হাতে রয়েছে, উক্ত সংবাদের আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রশাসন,গণমাধ্যম সহ সংশ্লিষ্টদের বিভ্রান্ত
না হওয়ার অনুরোধ করছি।
প্রতিবাদকারী,
-নুসরাত জাহান সাথি
পিতা- মোহাম্মদ কবির হোসেন
মাতা- রেহেনা বেগম
লাংগী পাড়া, বান্দরবান সদর, বান্দরবান পৌরসভা, বান্দরবান