নুরুল ইসলাম বিজয়,
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের গহিন পাহাড়ে অপহরণ প্রতিরোধ ও মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলছে।
বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
তিনি বলেন, উখিয়া ও টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়ার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ে অপহরণ প্রতিরোধ ও মাদক নির্মূল, ডাকাত ও মাদক কারবারিদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলছে। দীর্ঘদিন ধরে অপহরণকারী ও ডাকাত দলের সদস্যরা নিরীহ মানুষদের সুযোগ পেলে অপহরণ করে পাহাড়ে আটকে রাখছেন। তাই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনায় পাহাড়ে পাহাড়ে সকল বাহিনীর সমন্বয়ে এই অভিযান চলছে।