নিজস্ব প্রতিবেদক :
হাইওয়ে পুলিশ সহ প্রশাসনের বাহানা দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রকাশ্যে চাঁদাবাজি, মাস্তানির অভিযোগ রয়েছে উনছিপ্রাং এর আওয়ামী পরিবারে জম্ম নেয়া ফেরদৌসের বিরুদ্ধে।
অদ্য ৭ মে সকাল ১০ টায় উনছিপ্রাং ষ্টেশনে চাঁদার তথা মান্থলি টোকেনের টাকা আদায় না করায় ভাংচুর করেছে হোয়াইক্যং ৩ নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়ার নাজমিন সুলতানা, স্বামী মিছবাহ উদ্দিন এর মালিকানাধীন সিএনজি।
মিজবাহ উদ্দিন বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে উনছিপ্রাং এর কলিমুল্লাহর পুত্র ফেরদৌস সিএনজি, টমটম থেকে নিয়মিত মাসোহারা নিতো।
জুলাই বিপ্লবের পর গঠিত সরকারের আমলে তার অপকর্ম আড়াল করতে বঙ্গবন্ধু সৈনিকলীগ থেকে তাঁতীদলে অনুপ্রবেশ করে। বর্তমানে উক্ত ফেরদৌস তাঁতীদলের সাইনবোর্ড দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি শুরু করেছে।
মিজবাহ উদ্দিন আরো জানান, আমার গাড়ি ভাংচুর করায় আওয়ামী দোসর ফেরদাউস সহ আশ্রয়দাতাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।