ভ্রাম্যমাণ প্রতিবেদক:
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের 'ঘুমধুম উচ্চ বিদ্যালয় এর শিক্ষা কার্যক্রম এবং এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম'র র মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক ও এসএসসি পরীক্ষা-২০২৫ এর বিশেষ ভিজিল্যান্স টীমের লিডার প্রফেসর মোঃ আবুল কাসেম।এ সময় সফর সঙ্গী হিসেবে আরোও অনেকেই ছিলেন।আগত চট্টগ্রাম মাধ্যমিক শিক্ষা বোর্ড পরিদর্শক টিমকে স্বাগতম জানান, ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি'র সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোকন কান্তি নাথ, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ জাহান, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন সহ সহকারী শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।