1. info@channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
খেয়ে ধেয়ে নাও,তোর আয়ু শেষ হয়ে আসছে- ক্যাম্প-৭’র হেডমাঝি সাদেক বাহিনী’র হুমকি! উখিয়ায় ঝুকিপূর্ণ গাছ পড়েছে হাসপাতালে! খুনিয়াপালংয়ে রাস্তার পাশে বস্তাবন্দী বিচ্ছিন্ন কাটা ‘পা’! রোহিঙ্গা ক্যাম্পের মানববর্জ্যের নীচে ৫শত একর ফসলি জমি: কৃষকের মাথায় হাত ‎আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ জিলাপি বিক্রেতা থেকে ইয়াবা গডফাদার বক্কর রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করে মানবিক করিডোর দেওয়া যেতে পারে-গফুর উদ্দিন চৌধুরী ক্যাম্প ছেড়ে পালাচ্ছে রোহিঙ্গারা:নারী-শিশুসহ আটক-৩৫

উখিয়ায় ক্যাম্প-৭’র হেডমাঝি সাদেক বাহিনীর তান্ডব:রক্তাক্ত স্থানীয় যুবক নুরুজ্জামান

  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

 

ভ্রাম্যমাণ প্রতিবেদক:

উখিয়ার ক্যাম্প-৭’র হেডমাঝি সাদেকের বহুমুখী অপরাধ কর্মকান্ডে স্থানীয়রাও অতিষ্ঠ হয়ে উঠেছে। সেই কুখ্যাত অস্ত্রধারী রোহিঙ্গা হেডমাঝি সাদেক ক্যাম্প-৭ এর বি ব্লকের আমির হোসেনের ছেলে।ক্যাম্পের ভিতরে বসবাসরত স্থানীয়দের জায়গা জবর দখল করে অন্য রোহিঙ্গাদের বিক্রি থেকে শুরু করে শালিস বাণিজ্য,মানবপাচারের কমিশন, ইয়াবা কারবার,অস্ত্র ব্যবসা,চাঁদাবাজি,
অপহরণ বাণিজের কমিশন,অস্ত্র চালনা প্রশিক্ষণ সহ সে করেনা এমন কোন অপরাধ নেই।তার অবৈধ কর্মকান্ডে স্থানীয়রা নয় শুধু, নিরীহ সাধারণ রোহিঙ্গারাও অতিষ্ঠ।কথায় কথায় অস্ত্রের ভয়ভীতি দেখায় সে।হুমকি দেয় নিয়ে যাবে,লাশ পাবেনা।সাদেক মাঝি ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতার করলে প্রত্যাবাসন বিরোধী কর্মকান্ড পরিচালনা ও বহু অপকর্মের তথ্য জানা যাবে।
তার হাতে,বার-বার নির্যাতনের শিকার হচ্ছে ক্যাম্প -৭ অভ্যন্তরে থাকা স্থানীয় পরিবার গুলোও। ক্যাম্প-৭ এর ভিতর দীর্ঘ ৩০ বছর পুর্ব থেকেই বসবাসরত মৃত আনুমিয়ার ছেলে নুরুজ্জামানের বসত ভিটির অংশ ও একটি দোকানগৃহ জবর দখল করে নতুন আসা রোহিঙ্গাদের নিকট বিক্রির পায়ঁতারা চালিয়ে আসছিলেন বি ব্লকের আমির হোছন,তার ছেলে হেডমাঝি সাদেক ও সাইদুর এর নেতৃত্বে আরোও ৬/৭ জন সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী।২ মে সকাল সাড়ে ৬ টায় সাদেক মাঝি,তার ভাই সাইদুর,বাবা আমির হোছন ও আরো ৬/৭ জন সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী নুরুজ্জামানের বসতভিটির জায়গা ও দোকানগৃহ দখল করতে গেলে তাদের বাধা দেন স্থানীয় যুবক উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের টিভি টাওয়ার সংলগ্ন তেলী পাড়ার বাসিন্দা মৃত আনুমিয়ার ছেলে নুরুজ্জামান। এতে সন্ত্রাসী রোহিঙ্গারা তাকে ছুরিকাঘাত করে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করেন।তাকে স্বাক্ষীরা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা সেবা দেন।নুরুজ্জামান’কে প্রতিনিয়ত প্রাননাশের হুমকি দিচ্ছেন সাদেক মাঝির বাহিনী।

এ ঘটনায় নুরুজ্জামান বাদী হয়ে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ক্যাম্প-৭ সিআইসি বরাবর একটি অভিযোগ দায়ের করতে প্রস্তুতি নিচ্ছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আরিফ হোসেন বলেন, রোহিঙ্গা কর্তৃক একজন স্থানীয় যুবক মারধরের শিকার হয়েছে জেনেছি।লিখিত অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্তাধীন রয়েছে।দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট