ভ্রাম্যমাণ প্রতিবেদক:
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ‘উখিয়ার ঘাট উত্তর জামে মসজিদ ও মাদ্রাসা’র নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।
২ মে (শুক্রবার) জুমার নামায পরবর্তী মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষ্যে এলাকাবাসী,সমাজ কমিটি ও মুসল্লীদের এক রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন,জাফর আলম সর্দার,রহিম আলী,মোহাম্মদ আলী সওদাগর,মাওলানা নুরুল আমিন,
এম.ছৈয়দ আলম,আবদুস সালাম,
মাওলানা জাহেদ আলম,কামাল উদ্দিন,ফরিদ আলম,জাফর আলম,আবদুল হাকিম,নুরুল ইসলাম, আবদুল গফুর,রুহুল আমিন সহ বিশিষ্টজনরা।
বৈঠকে উপস্থিত সকলের সম্মতিক্রমে ঘুমধুমস্থ ইয়াহিয়া গ্রুপের অংগ প্রতিষ্ঠান ইয়াহিয়া গার্ডেনের ম্যানেজার এম.ছৈয়দ আলম’কে সভাপতি, মাওলানা জাহেদ আলম’কে সাধারণ সম্পাদক ও রুহুল আমিন’কে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ট মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করা হয়।উক্ত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
বৈঠকে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পুর্বের দায়িত্বশীলদের উপদেষ্টা হিসেবে মনোনীত করার ঘোষণা দেন নতুন দায়িত্ব প্রাপ্তরা।সব শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।