1. info@channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবা উদ্ধার—মালিক ফারুক ও মিজান সোশ্যাল মিডিয়ার ২২ হাজার গায়েবের তথ্য ভিত্তিহীন উখিয়ার ধামনখালীতে ৫০ হাজার ইয়াবা ছিনতাই—ছৈয়দুল হক ও হেলালের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা চেয়ারম্যান এম,গফুর উদ্দিন চৌধুরী’কে সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের সম্মাননা স্মারক প্রদান পালংখালী বাজার ব্যবসায়ী সমিতির কার্যক্রম বন্ধ, ব্যবসায়ীদের দাবি দ্রুত নির্বাচন কক্সবাজারে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাইক্ষ্যংছড়িতে ধানের শীষের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী প্রচারণা শুরু কুতুপালং বাজারে স্বর্ণ-বন্ধক জালিয়াতির অভিযোগে সমিতির তীব্র প্রতিবাদ পালংখালীতে বর্মায়া মোজাম্মেল–খালেদ চক্রের রমরমা ইয়াবা ব্যবসা, এলাকায় চরম উৎকণ্ঠা কুতুপালং বাজার সমিতির নির্বাচনে ভোটারদের আনারস বিতরণ করে আলোচনায় প্রার্থী মোহাম্মদ আলী

মে দিবস উপলক্ষ্যে উখিয়া উপজেলা শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

হেলাল উদ্দিন উখিয়াঃ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উখিয়া উপজেলা।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১১ ঘটিকায় উখিয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে স্টেশনের দক্ষিণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মানিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা সোলতান মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠিত র‍্যালি ও সমাবেশে উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মানিক বলেন… শ্রমিকদের ন্যায্য অধিকার ও আট ঘণ্টা মজুরির দাবিতে ১৯৮৬ সালের আজকের দিনে আমেরিকার সিকাগো শহরের হেগে শ্রমিক জমায়েত শুরু হয় এ সময় তাদের ওপরে গুলি চালানো হয়। এই গুলিতে কয়েকজন শ্রমিক মারা যান। তারা তাদের অধিকার সমুন্নত রাখতে সংগ্রাম করেছিল এবং তাদের অধিকার ছিনিয়ে এনেছিল। কিন্তু আজও শ্রমিকরা তাদের ন্যায্যমজুরি থেকে বঞ্চিত হচ্ছে। এই সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে আগামী দিনে শিকাগো সংগ্রামের মত ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি শ্রমিক দলের সভাপতি হিসেবে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সব সময় পাশে আছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করার কথা বলেন।

এতে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি, যুবদল, সেবক দল,ছাত্রদল,শ্রমিকদল, মৎস্যজীবী দল,তাঁতি দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও শ্রমিক জনতা।

বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’। মহান মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে আজ জাতীয় ছুটির দিন। আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। ‘মহান মে দিবস’ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শ্রম ও পেশাজীবী সংগঠন বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট