1. info@channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটি’র চেয়ারম্যান ড.জাকারিয়া-মহাসচিব গফুর উদ্দিন চেয়ারম্যান ‘আইজিপি’পদকে ভূষিত ওসি বাবুল আজাদ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভারী যানচলাচল:যত্রতত্র ঘটছে দুর্ঘটনা! উখিয়া উপজেলা জীপ,মাইক্রো,বাস, মিনি  বাস,সমবায় সমিটির উদ্যোগে মে দিবস উপলক্ষে র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস : বন্ধ নেই শিশু শ্রম! ঘুমধুমে ৩৪ বিজিবি’র ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধপথ্য পেলো ৩শত গরীব-অসহায় মে দিবস উপলক্ষ্যে উখিয়া উপজেলা শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রাজাপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখা মৎস্যজীবীদলের আহবায়ক কমিটি গঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা বহিস্কৃত সদস্যরা প্রত্যাবাসন রুখতে অপপ্রচার চালাচ্ছে – আরকান রোহিঙ্গা আর্মির বিবৃতি

মে দিবস উপলক্ষ্যে উখিয়া উপজেলা শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

 

হেলাল উদ্দিন উখিয়াঃ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উখিয়া উপজেলা।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১১ ঘটিকায় উখিয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে স্টেশনের দক্ষিণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মানিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা সোলতান মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠিত র‍্যালি ও সমাবেশে উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মানিক বলেন… শ্রমিকদের ন্যায্য অধিকার ও আট ঘণ্টা মজুরির দাবিতে ১৯৮৬ সালের আজকের দিনে আমেরিকার সিকাগো শহরের হেগে শ্রমিক জমায়েত শুরু হয় এ সময় তাদের ওপরে গুলি চালানো হয়। এই গুলিতে কয়েকজন শ্রমিক মারা যান। তারা তাদের অধিকার সমুন্নত রাখতে সংগ্রাম করেছিল এবং তাদের অধিকার ছিনিয়ে এনেছিল। কিন্তু আজও শ্রমিকরা তাদের ন্যায্যমজুরি থেকে বঞ্চিত হচ্ছে। এই সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে আগামী দিনে শিকাগো সংগ্রামের মত ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি শ্রমিক দলের সভাপতি হিসেবে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সব সময় পাশে আছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করার কথা বলেন।

এতে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি, যুবদল, সেবক দল,ছাত্রদল,শ্রমিকদল, মৎস্যজীবী দল,তাঁতি দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও শ্রমিক জনতা।

বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’। মহান মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে আজ জাতীয় ছুটির দিন। আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। ‘মহান মে দিবস’ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শ্রম ও পেশাজীবী সংগঠন বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট