সংবাদ বিজ্ঞপ্তি:
গত ১৬ এপ্রিল কক্সবাজারের দৈনিক মেহেদী পত্রিকাসহ কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত “ইলিয়াছের কাঁধে নবী হোসেনের সাম্রাজ্য,গড়ে তুলেছেন ৮ সিস্টার সিন্ডিকেট” শিরোনামে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে।সংবাদের একাংশে আমাকে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করেছে, তাহা বিভ্রান্তিকর। মিথ্যা উদ্দেশ্যেমুলক মিথ্যাচার।আমি উক্ত সংবাদের একাংশের জোর প্রতিবাদ জানাচ্ছি।প্রকৃত বিষয় হচ্ছে,ইলিয়াছ নামের আমি কাউকে চিনি না।তার সাথে আমার দূরতম চেনাজানাও নাই।
আমি মিয়ানমারে থাকাবস্থায় থেকেও রোহিঙ্গাদের অস্তিত্ব লড়াইয়ে সক্রিয় ভুমিকা পালন করি।আমি মজলুম রোহিঙ্গাদের অধিকার আদায়ের সংগঠন ‘আরাকান রোহিঙ্গা আর্মি(এআরএ)’র চীপ কমান্ডার হিসেবে প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যবধি দায়িত্ব পালন করছি।সংবাদে একাংশে ঘুমধুমের জনৈক ইলিয়াছ নামের ব্যক্তির সাথে যে তথ্য উপস্থাপন করেছে,তাতে আমার কোন প্রকার সম্পৃক্ততা নেই।কে সে ইলিয়াছ? তাও আমার জানা নেই।তিনি আরোও বলেন,সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ডে লিপ্ত থাকায় কিছু সদস্য’কে বহিস্কার করি,সেসব বহিস্কৃত সদস্যরাই সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমি সহ সংগঠনের বিরুদ্ধে মিথ্যাচারে মেতে উঠেছে।
সংগঠনের পক্ষ থেকে সবাইকে(রোহিঙ্গাদের) আহবান জানাচ্ছি,এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে রোহিঙ্গা জনগণের মর্যাদাপুর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কাজ করছি।পাশাপাশি বাংলাদেশের প্রশাসন, সাধারণ জনগণ এবং গণমাধ্যম’কে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
নিবেদক-নবী হোসেন,চীপ কমান্ডার, এআরএ।