বার্তা পরিবেশক:
গত ১৭ এপ্রিল উখিয়া ক্রাইম নিউজ ডটকমে একটি নিউজ প্রকাশিত হয় উক্ত নিউজের রেজু বিট কর্মকর্তা ইসমাইল দফায় দফায় হস্তক্ষেপ করার পাশাপাশি নিউজ বন্ধ করার চেষ্টা চালায়। এটি একটি সম্পুর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছেন রেজু বিট কর্মকর্তা ইসমাইল হোসেন।
তিনি আরও বলেন, আমি উখিয়া ক্রাইম নিউজ ডটকমে কর্মরত কোন সাংবাদিক ভাইদের চিনি না এবং দফায় দফায় নিউজ বন্ধের জন্য কোন ধরনের হস্তক্ষেপও করি নাই।
আমি রেজু বিটে আসার পর ২৭টি বন মামলা দিয়েছি তার মধ্যে ৬ টি পি ও আর বন মামলা দায়ের করেছি আদালতে।
ব্রিকস ফিল্ড’র বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে ঘুমধুমে ৫টি করাত কলের মালিকদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি। আমতলী বিটে আমরা দুইজন মানুষ আছি এত বড় এরিয়া সামলানো কঠিন।
উখিয়া ক্রাইম নিউজ ডটকমে আমার বিরুদ্ধে যে নিউজ প্রকাশ করা হয়েছে উক্ত নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
নাম :ইসমাইল হোসেন
রেজু বিট কর্মকর্তা