মনির ইউসুফ, শহর প্রতিনিধি
মেরিন ড্রাইভ সড়কের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প ঘিরে বড়ছড়া এলাকায় দেখা দিয়েছে মারাত্মক পরিবেশগত সংকট। নির্মাণকাজ চলাকালে জমি খননের সময় মাটির নিচ থেকে নিঃসৃত হচ্ছে বিষাক্ত বায়ু গ্যাস, যা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে।
স্থানীয়রা জানান, বিগত কয়েক সপ্তাহ ধরে তারা বিষাক্ত গন্ধ, শ্বাসকষ্ট, মাথাব্যথা এবং চোখে জ্বালাপোড়া অনুভব করছেন। বিশেষ করে শিশু ও বয়স্করা এই সমস্যায় বেশি ভুগছেন। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, এসব উপসর্গ গ্যাসের কারণে হতে পারে, বিশেষ করে মিথেন ও সালফার জাতীয় গ্যাস।
নির্মাণ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত তারা নির্মাণ কাজ বন্ধ করেনি।
বড়ছড়া এলাকার বাসিন্দারা আশঙ্কা করছেন, যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে এই গ্যাস দীর্ঘমেয়াদে তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এ বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও পরিবেশ অধিদপ্তরের জরুরি তদন্ত দাবি করছেন তারা।
মেরিন ড্রাইভের উন্নয়ন যেমন প্রয়োজন, তেমনি পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষাও জরুরি। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপই পারে বড়ছড়ার মানুষকে রক্ষা করতে।