নিজস্ব প্রতিবেদক :
প্রতিবন্ধী রুহুল আমিনকে পরিকল্পিত ভাবে মাদক দিয়ে ফাঁ’সা’নোর অভিযোগ এনে যে সংবাদ সম্মেলন করেছে রুহুল আমিনের পরিবার,তা ডাহা মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য মুলক।আমাদের পারিবারিক শত্রু পক্ষের বিনিয়োগ করা টাকার মিথ্যা বুলি ছড়িয়েছে মাত্র।
উক্ত সংবাদ সম্মেলনে রুহুল আমিনের পরিবার দাবী করেছে, মাহমুদুল হক ১৮ মার্চ তাকে গুদাম থেকে চাল আনতে পাঠায়,যা মিথ্যাচার ছাড়া কিছুই নয়।রুহুল আমিনের ভাই বলেছে সে কিছুই জানে না।না জানলে সেই ভাড়া নিয়ে কেনো গেছে।অথচ মাদকদ্রব্য অধিদপ্তর প্রকাশ্যে ইয়াবা আটক করেছে,যা দিবালোকের মত সত্য।নিজেদের অপরাধ আড়াল করতে কত টাকার বিনিময়ে এই সংবাদ সম্মেলন করেছে?সেই টাকা কারা দিয়েছে? প্রশ্ন রাখলাম।৪০ হাজার ইয়াবা দিয়ে রুহুল আমিন’কে ফাঁসানোর এত বড় লোকতো সে নয়?আমরা কেনো তাকে ফাঁসাতে যাবো।এটি বিভ্রান্তিকর।সে একজন খেটে খাওয়া লোক।তার সাথে আমাদের সম্পর্ক ভালো। সুতরাং রুহুল আমিনের পরিবারের সংবাদ সম্মেলনের বক্তব্য সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন মাহমুদুল হক ও তার ছেলে ছোটন।
মাহমুদুল হক জানিয়েছেন, রুহুল আমিন নিজে গাড়ি নিয়ে মাদক বিভিন্ন স্থানে নিয়ে যায় এমন সংবাদ গোপনে অনেকেই বলাবলি করছে। সে নিরবে মাদক কারবারিদের সাথে আঁতাত করে ছোটনকে ফাঁসানোর জন্য চেষ্টা চালাচ্ছে।
বালুখালী কিছু মাদক ব্যবসায়ী সিন্ডিকেট আমার পরিবার কে মাদক নিয়ে ফাঁসানো চেষ্টা চালিয়ে যাচ্ছে বহুবছর ধরে। এক মাদক কারবারী সিন্ডিকেট আমার পরিবারের পিছনে লেগেই আছে।তাই সরলতার সুযোগে টাকার বিনিময়ে রুহুল আমিনের পরিবার’কে ব্যবহার করে সংবাদ সম্মেলন করানো হয়েছে। ১৮ মার্চ ইয়াবা সহ আটক করে রুহুল আমিনকে। সে ১মাস পর সংবাদ সম্মেলন করে মাহমুদুল হক ও ছোটন ইয়াবা দিয়ে ফাঁসিয়েছে বলে যে অভিযোগ আনছে,তা এতোদিন পর কেনো?
উপস্থাপিত তথ্য রহস্যজনক। তারা এতদিন কোথায় ছিলো। এটি একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র।শুধু আমাদের পরিবারকে হয়রানি করার জন্য। রুহুল আমিন একটি প্রতিবন্ধী ছেলে তাকে কেন আমরা মাদক দিয়ে ফাঁসাবো?
উক্ত সংবাদ সম্মেলনে যা বলেছে তাহা ভিত্তিহীন,উদ্দেশ্যমুলক।উক্ত সংবাদ সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ করে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।