প্রেস বিজ্ঞপ্তি:
রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার এর সদস্য সাংবাদিক ইফতিয়াজ নুর নিশানের শিক্ষক পিতা মোহাম্মদ ইকবালকে (৫৫) তুচ্ছ ঘটনার জেরে পিটিয়ে খুনের ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর শোক জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দিনগত রাত ১টার দিকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার এর সদস্য ইফতিয়াজ নুর নিশানের শ্রদ্ধেয় পিতা, উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক মোহাম্মদ ইকবাল মৃত ঘোষণা করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল এলাকায় মমিনের দোকানের সামনে তুচ্ছ ঘটনার জেরে বেধড়ক মারধর ও পিটিয়ে জখম করা হয়।
শোকবার্তায় আরো জানানো হয়, মোহাম্মদ ইকবাল একজন আদর্শ শিক্ষক ছিলেন। যিনি আমৃত্যু নিরলসভাবে শিক্ষাক্ষেত্রে অবদান রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন জ্ঞানী, নম্র ও গুণী মানুষকে হারালাম। তাঁর মৃত্যুতে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সকল সদস্য গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।
একইসাথে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবী করছি।