নিজস্ব প্রতিবেদক :
টেকনাফের ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের অন্তর্গত দ্বীনিশিক্ষা নিকেতন কাটাখালী রওজাতুন্নবী (সা:) দাখিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি প্রার্থী এডভোকেট এইচ.এম সম্রাট
তিনি সকলের দোয়া চেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এডভোকেট এইচ.এম সম্রাট এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কালীন সদস্য এবং মাদ্রাসাটির রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালনকারী জনাব এ.কে.এম হাকিম আলীর কনিষ্ঠ পুত্র।
এলাকাবাসী জানান, বিগত ১৫ বছর ধরে মাদ্রাসাটি ফ্যাসিস্ট আওয়ামী লীগের অধীনে পরিচালিত হচ্ছিল। বর্তমানে স্থানীয়রা মাদ্রাসার উন্নয়নে তরুণ ও উদ্যমী নেতৃত্ব দেখতে চান। তাদের বিশ্বাস, তরুণ নেতৃত্ব মাদ্রাসার শিক্ষাব্যবস্থায় নতুন গতি আনবে এবং আধুনিক শিক্ষার সাথে সমন্বয় ঘটাতে সহায়ক হবে।
এডভোকেট এইচ.এম সম্রাট বলেন, “আমার পিতা এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি সেই ধারাবাহিকতা বজায় রেখে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়নে কাজ করতে আগ্রহী। এলাকাবাসীর সমর্থন ও দোয়া আমার একান্ত কাম্য।”