1. info@channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আইজিপি’পদকে ভূষিত ওসি বাবুল আজাদ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভারী যানচলাচল:যত্রতত্র ঘটছে দুর্ঘটনা! উখিয়া উপজেলা জীপ,মাইক্রো,বাস, মিনি  বাস,সমবায় সমিটির উদ্যোগে মে দিবস উপলক্ষে র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস : বন্ধ নেই শিশু শ্রম! ঘুমধুমে ৩৪ বিজিবি’র ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধপথ্য পেলো ৩শত গরীব-অসহায় মে দিবস উপলক্ষ্যে উখিয়া উপজেলা শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রাজাপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখা মৎস্যজীবীদলের আহবায়ক কমিটি গঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা বহিস্কৃত সদস্যরা প্রত্যাবাসন রুখতে অপপ্রচার চালাচ্ছে – আরকান রোহিঙ্গা আর্মির বিবৃতি নাই ঘর, নাই দেশ’: রোহিঙ্গা জীবনের দীর্ঘশ্বাস

সীমান্তের ‘ইয়াবা মাফিয়া’ মনির বরখাস্ত হয়েও পল্লী সঞ্চয় ব্যাংকে বহাল!

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক :

সরকারি প্রতিষ্ঠান পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী মোহাম্মদ মনির, ২০২৩ সালের ৯ ডিসেম্বরে উখিয়া শাখায় কর্মরত অবস্থায় ইয়াবাসহ যাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনার চারদিন পর ১৩ ডিসেম্বর, পল্লী সঞ্চয় ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক আদেশে উখিয়ার পালংখালী ইউপি’র ধামনখালী গ্রামের বাসিন্দা জবর মুল্লুকের পুত্র মনির’কে সাময়িক বরখাস্ত করা হয়।

ঐ আদেশ অনুযায়ী তাকে কক্সবাজার জেলা কার্যালয়ে সংযুক্ত করা হয়,দেড় বছর অতিবাহিত হলেও সেখানে বহাল তবিয়তে আছেন সীমান্তের শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত এই ‘ইয়াবা মাফিয়া’।

পল্লী সঞ্চয় ব্যাংকের একটি সূত্র বলছে, চাকরি বিধিমালা অনুযায়ী নিয়মিত বেতনভাতা পাচ্ছেন মনির।

কার্যালয়ে দিনের পর দিন অনুপস্থিত থেকেও ভূয়া হাজিরা’য় তিনি নিচ্ছেন সরকারি বেতন, উর্ধতন কর্মকর্তাদের মোটা টাকায় ম্যানেজ করে লোক দেখানো চাকরির সাথে সমানতালে মনির ব্যস্ত বেপরোয়া ইয়াবা কারবারে।

শীর্ষ রোহিঙ্গা মাদক কারবারি নবী হোসেনের সহযোগী মনিরের নেতৃত্বে ২০/২৫ জন সদস্যের সিন্ডিকেট উখিয়া সীমান্তে মাদক সহ চোরাকারবারের অপরাধ জগত নিয়ন্ত্রণ করছে।

সর্বশেষ ২ লাখ পিস অবৈধ ইয়াবা লেনদেনের ঘটনায় পালংখালীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র বলছে, গত ১০ এপ্রিল মিয়ানমার থেকে অবৈধভাবে এই চালান নিয়ে আসে রোহিঙ্গা ক্যাম্প-১০ এর বাসিন্দা মোস্তফা।

পরে ১ লাখ ৬০ হাজার ইয়াবা মোস্তফার কাছ থেকে কৌশলে হাতিয়ে নেয় মনির সিন্ডিকেট।

এ ঘটনার জের ধরে রোহিঙ্গা মাদক কারবারিদের সংঘবদ্ধ অন্য একটি সিন্ডিকেটের সাথে মনিরের দ্বন্দ্ব-সংঘাতের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত স্থানীয়রা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক স্কুল শিক্ষক বলেন, ‘মনির দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী, তার কারণে এলাকার যুব সমাজ নষ্ট হচ্ছে। সম্প্রতি ইয়াবা লেনদেন নিয়ে সে রোহিঙ্গাদের সাথে বিরোধে জড়িয়েছে, যেকোনো মূহুর্তে বড় ঘটনা ঘটতে পারে।’

পল্লী সঞ্চয় ব্যাংকের কক্সবাজার জেলার কর্মকর্তা ওয়াংসু মারমা মনিরের ‘সাসপেন্ড’ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এখনো কেনো তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘ এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। ‘

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ হোসাইন জানিয়েছেন, মনিরের বিরুদ্ধে হত্যা-মাদক সহ একাধিক মামলা রয়েছে।

তিনি বলেন, ‘ ইয়াবা কারবারিরা দেশ ও জাতির শত্রু। মাদক প্রতিরোধে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।’

ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন-বানোয়াট দাবী করে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন মনির।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট