1. info@channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ চারজন আটক করেছে উখিয়া থানা পুলিশ সফল জনপ্রতিনিধি নুরুল আলম সওদাগর বালুখালী বাসীর আস্থা ও ভরসার ঠিকানা বিটিভি’র “নতুন কুঁড়ি ২০২৫”-এ উজ্জ্বল উখিয়ার তিন প্রতিভাবান শিক্ষার্থী কক্সবাজারে যুবলীগ নেত্রী সেফালীর প্রভাবশালী দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য বালুখালীতে বিএনপি’র গণপ্রচারণায় ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে গণসংযোগ বালুখালীতে বিএনপি’র গণপ্রচারণায় ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে গণসংযোগ পালংখালী ইউনিয়ন শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৫ সম্পন্ন কক্সবাজার জেলা মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে মিকু বড়ুয়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখা দিলেন তৈয়বা উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার , রয়েছে ধরাছোঁয়ার বাইরে

হোয়াইক্যং দৈংগ্যাকাটায় অবৈধ ভাবে বাধ নির্মানের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

বার্তা পরিবেশক :

টেকনাফ থানাধীণ হোয়াইক্যং ইউপিস্থ দৈংগাকাটা জোয়ারিখলা সাকিনে বাদীর বর্গাচাষা মূলে ভাড়া নেওয়া মাছের প্রজেক্টের জমির উপর।

টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিছু দৈংগাকাটা জোয়ারিখলা সাকিনে হাজী নুর আহাম্মদ হইতে ভাড়া নেওয়া আমার একটি চিংড়ি মাছের প্রজেক্ট ও আরেকটি কাকড়ার প্রজেক্ট আছে আমার ভাড়া নেওয়া উল্লেখিত মাছ/কাকড়ার প্রজেক্টের জমি সংলগ্ন বিবাদীর একটি মাছের প্রজেক্ট আছে।

দৈংগাকাটা বর্তমান মেম্বার আবুল হাসেম এলাকায় বিবাদীর একটি ইটের ব্রিক ফিল্ড আছে। উন্ড ব্রিক ফিল্ডে মাটির প্রয়োজন বশতঃ বিবাদী গত প্রায় এক মাস পূর্বে রাতে অন্ধকারে আমার আগোচরে তাহার প্রজেক্ট থেকে মাটি খনন করে।

উক্ত মাটি খনন করার পাশাপাশি বিবাদী তাহার প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল থেকে আমার প্রজেক্টে পানি চলাচল বন্ধ করে দেয়। যার কারনে পানির অভাবে আমার প্রজেক্টের মাগ/কাকড়া গুলো উদাও হয়ে যায়।

গত ১১/০৩/২০২৫ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭.০০ ঘটিকার সময় আমি আমার প্রজেক্টে মাছ আহরন করতে গিয়ে দেখি প্রজেক্টে মাছ নেই। এমনকি প্রজেক্টে থাকা চিংড়ি মাছ ও কাকড়া গুলো পানির অভাবে মাটির সাথে মিশে গিয়ে আনুমানিক ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ক্ষতি সাধন হয়। যার ফলে আমি বিবাদীর নিকট গিয়ে তাহার মাটি কাটার কারনে খাল থেকে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আমার প্রজেক্টের ক্ষতি হয়েছে মর্মে জানিয়ে খাল থেকে পানি চলাচল খোলে দিতে বলিলে বিবাদী মেম্বার হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে আমার কোন কথা কর্ণপাত না করিয়া উল্টা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করেন।

বিবাদীর এহেন কর্মকান্ডের বর্তমানে সরকারি খাল থেকে পূর্বের মত পানি চলাচল বন্ধ থাকা আমার প্রজেক্টের বড় ধরনের ক্ষতি সাধন হইতেছে। এছাড়া বিবাদীকে এলাকার সাধারণ জনগণ ভয় পাই বিধায় তাহার বিরুদ্ধে কেউ মুখ খোলে প্রতিবাদ করতে পারে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট