1. info@channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবা উদ্ধার—মালিক ফারুক ও মিজান সোশ্যাল মিডিয়ার ২২ হাজার গায়েবের তথ্য ভিত্তিহীন উখিয়ার ধামনখালীতে ৫০ হাজার ইয়াবা ছিনতাই—ছৈয়দুল হক ও হেলালের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা চেয়ারম্যান এম,গফুর উদ্দিন চৌধুরী’কে সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের সম্মাননা স্মারক প্রদান পালংখালী বাজার ব্যবসায়ী সমিতির কার্যক্রম বন্ধ, ব্যবসায়ীদের দাবি দ্রুত নির্বাচন কক্সবাজারে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাইক্ষ্যংছড়িতে ধানের শীষের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী প্রচারণা শুরু কুতুপালং বাজারে স্বর্ণ-বন্ধক জালিয়াতির অভিযোগে সমিতির তীব্র প্রতিবাদ পালংখালীতে বর্মায়া মোজাম্মেল–খালেদ চক্রের রমরমা ইয়াবা ব্যবসা, এলাকায় চরম উৎকণ্ঠা কুতুপালং বাজার সমিতির নির্বাচনে ভোটারদের আনারস বিতরণ করে আলোচনায় প্রার্থী মোহাম্মদ আলী

হোয়াইক্যং দৈংগ্যাকাটায় অবৈধ ভাবে বাধ নির্মানের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

বার্তা পরিবেশক :

টেকনাফ থানাধীণ হোয়াইক্যং ইউপিস্থ দৈংগাকাটা জোয়ারিখলা সাকিনে বাদীর বর্গাচাষা মূলে ভাড়া নেওয়া মাছের প্রজেক্টের জমির উপর।

টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিছু দৈংগাকাটা জোয়ারিখলা সাকিনে হাজী নুর আহাম্মদ হইতে ভাড়া নেওয়া আমার একটি চিংড়ি মাছের প্রজেক্ট ও আরেকটি কাকড়ার প্রজেক্ট আছে আমার ভাড়া নেওয়া উল্লেখিত মাছ/কাকড়ার প্রজেক্টের জমি সংলগ্ন বিবাদীর একটি মাছের প্রজেক্ট আছে।

দৈংগাকাটা বর্তমান মেম্বার আবুল হাসেম এলাকায় বিবাদীর একটি ইটের ব্রিক ফিল্ড আছে। উন্ড ব্রিক ফিল্ডে মাটির প্রয়োজন বশতঃ বিবাদী গত প্রায় এক মাস পূর্বে রাতে অন্ধকারে আমার আগোচরে তাহার প্রজেক্ট থেকে মাটি খনন করে।

উক্ত মাটি খনন করার পাশাপাশি বিবাদী তাহার প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল থেকে আমার প্রজেক্টে পানি চলাচল বন্ধ করে দেয়। যার কারনে পানির অভাবে আমার প্রজেক্টের মাগ/কাকড়া গুলো উদাও হয়ে যায়।

গত ১১/০৩/২০২৫ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭.০০ ঘটিকার সময় আমি আমার প্রজেক্টে মাছ আহরন করতে গিয়ে দেখি প্রজেক্টে মাছ নেই। এমনকি প্রজেক্টে থাকা চিংড়ি মাছ ও কাকড়া গুলো পানির অভাবে মাটির সাথে মিশে গিয়ে আনুমানিক ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ক্ষতি সাধন হয়। যার ফলে আমি বিবাদীর নিকট গিয়ে তাহার মাটি কাটার কারনে খাল থেকে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আমার প্রজেক্টের ক্ষতি হয়েছে মর্মে জানিয়ে খাল থেকে পানি চলাচল খোলে দিতে বলিলে বিবাদী মেম্বার হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে আমার কোন কথা কর্ণপাত না করিয়া উল্টা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করেন।

বিবাদীর এহেন কর্মকান্ডের বর্তমানে সরকারি খাল থেকে পূর্বের মত পানি চলাচল বন্ধ থাকা আমার প্রজেক্টের বড় ধরনের ক্ষতি সাধন হইতেছে। এছাড়া বিবাদীকে এলাকার সাধারণ জনগণ ভয় পাই বিধায় তাহার বিরুদ্ধে কেউ মুখ খোলে প্রতিবাদ করতে পারে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট